মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে মেট্রোপোল স্কলারশিপ ভূমিকা রাখছে

মেট্রোপোল স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে এম এ মালেক

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক একুশে পদক প্রাপ্ত সাংবাদিক এম. এ মালেক বলেন, মেট্রোপোল স্কলারশিপ প্রবর্তনের মাধ্যমে এস.এম. আব্দুল লতিফ সাহেব সমাজ সেবার যে অনন্য অবদান রেখে যাচ্ছেন তা আজ বিত্তবানদের জন্যে এক অনন্য দৃষ্টান্ত। যারা সৃষ্টির সেবা করেন প্রকৃত পক্ষে তারাই সুখী জীবনের অধিকারী হন। তিনি বলেন, সমাজে আরও বহু বিত্তবান ব্যক্তি রয়েছেন কিন্তু আব্দুল লতিফ সাহেব এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি সমাজের বিত্তবানদেরকে সাধ্যমতো শিক্ষা বিস্তারে অবদান রাখার আহ্বান জানান।

গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর মেট্রোপোল কমিউনিটি সেন্টারে মেট্রোপোল স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক একথাগুলো বলেন। মেট্রোপোল স্কলারশিপ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম. আব্দুল লতিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ শিশুদের স্কুল প্রয়াসচট্টগ্রামের অধ্যক্ষ লেফট্যনেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ। মেট্রোপোল স্কলারশিপ পরিষদের যুগ্মসম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবী ও অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপোল স্কলারশিপ পরিষদ সেক্রেটারী এ্যাড. মোছাহেব উদ্দিন বখতেয়ার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড.নু..ম আকবর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক (মাদ্‌রাসা) অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, পরীক্ষা নিয়ন্ত্রক (স্কুল) অধ্যাপক কে এম মহিউদ্দিন, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে মানবিক সেবায় বিশেষ অবদানের জন্যে গাউসিয়া কমিটি বাংলাদেশকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতির পক্ষে বক্তব্য রাখেন এসএম জাকের উল্লাহ। অনুষ্ঠানে স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ স্কুলমাদরাসা পর্যায়ের দেড় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তির অর্থপুরস্কার ও সনদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে ইয়াবাসহ আটক ৮
পরবর্তী নিবন্ধরাউজানের প্রবাসীদের সংগঠিত হয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে