বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন এক গ্রাম পুলিশ সদস্যের স্ত্রী।
আদালত মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান সিদ্দীক মামলাটি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৩ অক্টোবর ভিকটিম একটি মামলায় গ্রেপ্তার হন। ঐ মামলার তদবিরের জন্য গত বছরের ১৫ অক্টোবর রূপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মারমার বড়নুনার বিলের বাসায় যান ঐ গৃহবধূ। এসময় সেখানে একা পেয়ে চেয়ারম্যান তাকে ধর্ষণ করেন।
এর আগে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের স্ত্রীকে নানাভাবে প্রলোভন দেখানো হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
আদালতের পেশকার মো. মাইনুল ইসলাম জানান, বিচারক মামলাটি সিআইডির ইন্সপেক্টরকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়ে অভিযুক্ত আসামি ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মারমার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণের অভিযোগটি অস্বীকার করেন।