বান্দরবানে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী নেতা বহিষ্কার

পৌরসভা নির্বাচন

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৬:৫২ অপরাহ্ণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বান্দরবান পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সংগঠনের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বহিষ্কারের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও পৌরশাখা আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস।
বহিষ্কৃত নেতারা হচ্ছেন বান্দরবান শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম, জেলা কৃষকলীগ সহ-সভাপতি মহরম আলী এবং পৌর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হারুন গাজী।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ইসলাম বেবি, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌরশাখা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিল কান্তি দাস, সহ-দপ্তর সম্পাদক আবুল কালাম মুন্না, আইন বিষয়ক এডভোকেট ইকবাল করিম, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক কেলু মং মারমা, জেলা আওয়ামীলীগের নেতা খলিলুর রহমান সোহাগ, নাজমুল হোসেন ভূইয়া, তসলিম ইকবাল চৌধুরী’ সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অমল কান্তি দাশ বলেন, “দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং জেলা কৃষকলীগের ৪ জনকে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না।”
প্রসঙ্গত, বহিষ্কৃত শহর যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম ১নং ওয়ার্ডে, কৃষকলীগ সহ-সভাপতি মহরম আলী ৩নং ওয়ার্ডে, পৌর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হারুন গাজী ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম ৪,৫,৬নং ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধমেয়রকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর জহর লাল হাজারী
পরবর্তী নিবন্ধসন্দ্বীপের গাছুয়ায় পরামর্শ সভা