বাঙালি জাতির বেদনার দিন

অপু বড়ুয়া | মঙ্গলবার , ১৫ আগস্ট, ২০২৩ at ৯:০৩ পূর্বাহ্ণ

গণমানুষের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি ভাবতেন দেশজাতিসমাজ নিয়ে। পরোপকারী মানুষ বোবার মতো তার কোনো শত্রু থাকতে পারে না। কেনই বা থাকবে? যাঁর কণ্ঠে সাড়া দিয়ে লাখো কোটি মানুষ হানাদার পাকবাহিনীকে পরাজিত করে ৩০ লাখ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীন দেশে তাঁর আবার শত্রু কিসের ? কিন্তু না। দেশের শত্রু বিভীষণ। কিছু বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই মহান পুরুষকে সপরিবারে ধানমণ্ডির ৩২ নাম্বার বাড়িতে মধ্যরাতে বুলেটের আঘাতে হত্যা করে। হত্যা করে হাজারো স্বপ্নের মহান স্রষ্টাকে। এই বঙ্গের বঙ্গবন্ধুকে। যে জাতি পিতাকে হত্যা করে সে জাতি চির কলঙ্কিত। ইতিহাসের পাতায় আর মনের কোঠায় কলঙ্কের দাগ মুছতে বাঙালি জাতি হাজার বছরে পারবে কিনা যথেষ্ট সন্দেহ থেকে যায়। আজ জাতির বেদনার শোকের দিনে শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি বঙ্গবন্ধুর রচিত বাংলাদেশের মাটিতে আমরা আছি আমরা থাকব।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
পরবর্তী নিবন্ধআগস্ট এলেই শোকের মাতম