বাঙালির মহান নেতা

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

কাল মহাকালে এ উপমহাদেশে হয়েছে কি
এখনো এমন শিশুর জন্ম!
বেগম সায়েরা খাতুনের কোল আলোকিত করে
এসেছিল শিশু পুত্র শেখ মুজিব!
সমগ্র বাঙালির পূর্ণ করতে স্বপ্ন।
বছরের পর বছর যায়
কত রোগ শোক কত চড়াই-উৎরাই!
ধীরে ধীরে শেখ মুজিব নেতা থেকে মহান নেতা হয়ে যায়।
অন্যায় অপরাধ রুখতে করেছিল প্রতিবাদ
হাসি মুখে করেছিল কারাবরণ
শত ঘাত-প্রতিঘাতেও মহান নেতা
এক এক করে বাঙালীর করেছিল স্বপ্ন পূরণ !
আপন জীবন বাজি রেখে এগিয়ে চলেছিল বাঙালির এ মহান নেতা
স্বাধীনতা যুদ্ধের আহ্বানে সাড়া দিয়েছিলো বাংলার আপামর জনতা ।
নয় মাস যুদ্ধ শেষে বিজয়ে এসেছিল
এই ধানসিঁড়িটির দেশে
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সমগ্র
বাংলা হেসেছিল বিজয়ের উল্লাসে।
এমন নেতা পেয়ে বাঙালি ধন্য মহাধন্য!
বঙ্গবন্ধু উপাধি পেল নেতা আপন মহত্ত্বের জন্য।
স্বাধীনতার পর এ মহান নেতাকে বাচঁতে দিলো না কিছু বছর
বুলেটের আঘাতে রক্তাক্ত করেছিল দেহ এ মহান নেতার!
ঊনিশশত পঁচাত্তর সালের পনের আগস্ট
ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটিকে রক্তে ভাসিয়ে
জালেমেরা বানিয়েছিল লাশের বহর!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্ররায়
বাঙালির মহান নেতা বঙ্গবন্ধুর কবর।

পূর্ববর্তী নিবন্ধএখনো বঙ্গবন্ধুর হাতের স্পর্শ অনুভব করি
পরবর্তী নিবন্ধযতই পড়ি, প্রতিদিন নতুন করে আবিষ্কার করি বঙ্গবন্ধুকে