বাকলিয়ায় ‘৩০ কোটি টাকার’ খাস জমি উদ্ধার করল জেলা প্রশাসন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

বাকলিয়া-বন্দর মৌজার বাস্তুহারা এলাকায় নোমান কলেজের বিপরীতে থাকা ১ একর ১৯ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও মো. রাজীব হোসেন এ অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, এসব জমিতে ১৮টি টিনের ঘরে ভূমিদস্যুদের মদদে কতিপয় বাস্তহারা মানুষ রিকশা ও ভ্যানের গ্যারেজ ভাড়ার ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে অভিযানটি পরিচালনা করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে এসব খাস জমি উদ্ধার করা হয়।

পরবর্তীতে তা বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) নিকট দখল বুঝিয়ে দেয়া হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। বিগত এক দশক ধরে ভূমিদস্যুরা নগরীর মূল্যবান এই জমি দখল করে ছিল। জেলা প্রশাসন জমিটির অবৈধ দখল উচ্ছেদ করায় এলাকার সাধারণ জনগণ স্বস্থির নিশ্বাস ফেলেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, সরকারি খাস জমি অবৈধভাবে দখলকারী ভূমিদস্যুরা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগোসলে নেমে নিখোঁজ ২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধছিনতাই করে পুকুরেই ডুবিয়ে রাখে সিএনজি