বাংলা স্বাধীনতা

আলী আকবর বাবুল | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

যে প্রান্তে চোখ যায়,
সেখানে সবুজ মায়া ভরা দেশ
মন জুড়িয়ে দেয়, শীতল করে প্রকৃতি
আয়ুর পর আযু বেড়ে ওঠে – পলি মাটি ছুঁয়ে!
এদেশে এতো মমতা, এতো মায়া, এতো সুখ
সবকিছু রক্তের ভেতর দিয়ে পুঁতে রেখেছে –
একটি মুখ-একটি দেশ-এবং একটি পতাকা
যার বলিষ্ঠে কন্ঠে উচ্চারিত হয়েছে –
শ্রমজীবী মানুষের কথা, যুদ্ধে হারানো
মা- বোনের ইজ্জতের কথা, নয় লক্ষ শহীদের কথা!
যে বাংলার ময়দানে ফুল ফোটে তোমার নামে
যে বাংলায় মায়েরা হাসে তোমার খামে
যে বাংলায় অন্যায়ের প্রতিবাদ হয় – তোমার আদর্শে
তুমিই সে মহান, তুমি সেই উচ্চমান
তুমি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
বাংলার আকাশে যত ডানা ওড়ে, যত নদী বহে
যত কথা ফোটে, যত গান হয়
সবকিছু লাল সবুজ পতাকার পাতায় স্বর্ণাক্ষরে লেখা
একটি মুজিব, একজন পিতা
যার রক্তে হেসে ওঠে বাংলার স্বাধীনতা।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা অর্জনই এদেশের সবচেয়ে বড় ঘটনা
পরবর্তী নিবন্ধপ্রিয় বাংলাদেশ : উন্নয়নের পথে – গৌরবের সাথে