বাংলা নববর্ষ উদযাপনে জনসমাগম করা যাবে না

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার বাংলা নববর্ষ উদযাপনে জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। খবর বিডিনিউজের।
চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হল। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় ৫ এপ্রিল ভোর ৬টা থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার সুযোগ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমসজিদে নামাজের আগে পরে জমায়েত নয়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড-রাঙামাটিতে তিন ছাত্রলীগ নেতা বহিষ্কার