বাংলা টাইগার্সের লক্ষ্য শিরোপা জয়

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার রাতে দলের জার্সি উন্মোচন করেছে আবুধাবী টি টোয়েন্টি লিগে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। দুবাইতে অনুষ্ঠিত আলো ঝলমলে সে অনুষ্ঠানে বাংলা টাইগার্সের খেলোয়াড় কর্মকর্তারা জানালেন তাদের লক্ষ্য শিরোপা জেতা। গত দুই আসরে শিরোপা জিততে না পারা বাংলা টাইগার্স তাই এবারে একেবারে আটঘাট বেঁধেই নেমেছে। দলের আইকন ক্রিকেটার এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানালেন তিনি লক্ষ্য স্থির করে ফেলেছেন। আর তা হচ্ছে শিরোপা জেতা। আইপিএলে দুর্দান্ত সিজন পার করা ডু প্লেসিস এবার জিততে চান টি টেন লিগের শিরোপা। তিনি বলেন এটি ক্রিকেটের একেবারে সংক্ষিপ্ত ফরম্যাট। এই ফরম্যাটে মাথা খাটিয়ে খেলতে হবে। কাজেই তারা জানেন কিভাবে খেলতে হবে। দলে যারা আছে তাদের মধ্যেও শিরোপা জয়ের ক্ষুধা রয়েছে বলে জানান তিনি। আর দল নিয়েও তিনি সন্তুষ্ট বলে জানালেন। দলটির মালিক চট্টগ্রামের সন্তান ইয়াছিন চৌধুরী বললেন ক্রিকেট তার কাছে নেশার মত। গত ১৫ বছরেরও বেশি সময় ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন। ক্রিকেটের জন্য কিছু করার তাড়না থেকেই ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। টি টেন লিগে এবারে শিরোপা জেতার জন্য দল গড়েছেন। দলের ক্রিকেটার, কোচ, কোচিং স্টাফ সবার মধ্যে যে প্রত্যয় তিনি দেখছেন তাতে তিনি আশাবাদি এবারে তার দল শিরোপা জিতবে। এবারের টি টেন লিগে বাংলা টাইগার্সের ব্র্যান্ড এম্বেসেডরের দায়িত্ব পালন করছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন। বাংলা টাইগার্সের দল নিয়ে তিনিও সন্তুষ্ট। তিনিও মনে করেন এই দল শিরোপা জয়ের দাবি রাখে। তিনি মনে করেন ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেট এরই মধ্যে বিশ্বব্যাপি সাড়া ফেলেছে। তিনি মনে করেন এবারের আসরে বাংলা টাইগার্স শিরোপা জিততে সক্ষম হবে। তিনি ক্রিকেটের উন্নয়নে বাংলা টাইগার্সের নেওয়া সব উদ্যেগের প্রশংসা করেন এবং সে সব উদ্যেগের সাথে সংশ্লিস্ট থাকার ঘোষনা দেন। অনুষ্ঠানে আবুধাবী টি টেন লিগের চেয়ারম্যান সাজি উল মুলক বক্তব্য রাখেন। তিনিও বাংলা টাইগার্স এবং ইয়াছিন চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন। বাংলা টাইগার্স এই টুর্নামেন্টে অংশ নিয়ে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে এফএমসি গ্রুপের কর্ণধার খাতুনে জান্নাত সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলের সেমিতে আনোয়ারা
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ