বাংলাদেশ-২০২৬

আরিফ চৌধুরী | বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চোখ জুড়ে নেমেছে যার অন্ধকার

অসম্ভব সম্ভোগের অত্যাচারে

সে এখন ক্লান্ত

কোন দিকে নীলয়, নিজেই জানে না।

মানুষের বুকে জাগে

পাথরের দেয়াল।

ফুল ও স্বপ্নের পালকগুচ্ছ মাড়িয়ে

কেউ কেউ দূরে চলে যাচ্ছে, অজানাতে

হাওয়ার পিঠে ঘুঙুর বেঁধে কেউ কেউ

অন্ধকারে দেয় হাততালি।

জোছনায় ভেসে ভেসে চাঁদ দূরে চলে যায়

তারাগুলো বিপন্ন সময়ের ধূলো মেখে

শামুখ খোলের মতো ঢেকেছে লজ্জা।

বাংলাদেশ, নীলাকাশ জুড়ে শ্বাপদের পদচারণা

তবুও পবিত্র মানচিত্র জুড়ে

নতুন স্বপ্নে জেগেছে তারুণ্য

আলোকিত নতুন ভোর আনবে বলে

জেগে থাকে দুচোখের আলোয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধআয়ুরেখা