বাংলাদেশ সফরে আজ ঢাকায় আসছে পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:৫৭ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন এসেছে। ৪ দিন এগিয়ে আজ শনিবার আসছে তারা। আগের সূচি অনুযায়ী, বিশ্বকাপ খেলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান দলের। যদি তারা গতকাল অজিদের বিপক্ষে জিতে যেত তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো তাদের। সেক্ষেত্রে তাদের আসতে আরও ৪ দিন দেরি হতো। কিন্তু তেমনটা না হওয়ায় আজ শনিবার সকাল ৮টায় ঢাকায় পা রাখবে পাকিস্তান দল।বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দলকে হোটেল সোনারগাঁওয়ের জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করতে হবে। তবে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনাকালের ক্রিকেটে এবারই প্রথম কোনো সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে আর দুই ডোজ টিকা দেওয়া থাকলে সরাসরি শুরু হবে অনুশীলন। তবে পাকিস্তান দলের সঙ্গে আগামীকাল আসছেন না তাদের অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তারা ৪ দিন ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন। ২০১৫ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ১৮ সদস্যের দলও দিয়েছে পিসিবি। বিশ্বকাপ দল থেকে আসছেন না কেবল মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে। ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরেবাংলায়। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর প্রথম টেস্ট চট্টগ্রামে আর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের জন্য প্রস্তুত ব্রাজিল
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে কদলপুর