বাংলাদেশ মহিলা সমিতি কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা সমিতি, চট্টগ্রাম শাখা পরিচালিত বাংলাদেশ মহিলা সমিতি কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা সমিতি, চট্টগ্রামের সভানেত্রী কামরুন মালেক। প্রধান অতিথি বলেন, মা-বাবা এবং একজন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষার্থীরা সুন্দরভাবে গড়ে ওঠে।

অভিভাবক এবং শিক্ষকদের বলেন, প্রতিটি পরিবার যেন তাদের সন্তানদের নৈতিক এবং মানবিক শিক্ষায় শিক্ষিত ও সচেতন করে, পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যেবোধের শিক্ষা দিতে হবে, শৃংখলা, বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করা শেখাতে হবে। সে সাথে কোভিড-১৯ এর প্রকোপ পুনরায় বেড়ে যাওয়ায় সকলকে টিকা নেয়া, মাস্ক পরার ব্যাপারে সচেতন থাকতে বলেন।

শুভেচ্ছা বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদিকা জেসমিন সুলতানা পারু, যুগ্ম সাধারণ সম্পাদিকা আবিদা মোস্তফা, সদস্য নিশাত ইমরান ও রওশন আক্তার লুসি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৯ জনের করোনা শনাক্ত