বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এ কে খান এন্ড কোং এর ডাইরেক্টর এ কে সামশুদ্দীন খান। সিনিয়র সহ সভাপতি জোবাইরা নার্গিস খান, সহ সভাপতি বাবু মতিলাল দেওয়ান্জী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার সহিদ সারওয়ার খান, ডাক্তার বিপ্লব কুমার দেওয়ান্জী, আইয়ুব আলী চৌধুরী দুলাল উপস্থিত ছিলেন।
সভায় প্রবীণ দুস্থ, অসহায়দের জন্য প্রবাসী বাংলাদেশি এম এন সাফা, ডা. সোনিয়া কাদেরী, ব্যারিস্টার আরাফাত মোস্তফা এবং স্থানীয় বিত্তবানদের দান-অনুদান প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
গত চার মাসে ১০৫০ রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সভায় এ কে সামশুদ্দীন খান অলিয়স ফ্রসেন্স চট্টগ্রামের সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এছাড়া প্রবীণ হিতৈষী সংঘের দাতব্য কর্মসূচিতে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।। প্রেস বিজ্ঞপ্তি।












