বাঁশখালী পৌরসভা কার্যালয়ে আগুনে পুড়েছে ৫ লক্ষাধিক টাকার মালামাল

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:১২ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভা কার্যালয়ে আগুন লেগে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে অফিসের বেশ কিছু প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

এদিকে, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁশখালী পৌরসভার নির্বাচন। তার আগে এ ঘটনা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পৌরবাসীর।

ঘটনার ব্যাপারে পৌরসভার রাত্রিকালীন পাহারাদার ছলিম উল্লাহ বাদী হয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে ৪টি ডেঙ্গু মশা নিধন স্প্রে মেশিন, ৪ বস্তা পুরাতন বাল্ব, ২০টি টিউব সেট, ১টি স্ট্যান্ড ফ্যান, ১টি মোটর, ৪টি প্লাস্টিক চেয়ার, নাইট গার্ডের শার্ট, প্যান্ট, জাম্পার, জুতা, জ্যাকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র, নগদ প্রায় আট হাজার টাকা, বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম, ডি ১১ তার ৫৮০ ফুট, সার্কিট ব্রেকার, গাড়ির পুরাতন ব্যাটারি সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা।

অগ্নিকাণ্ডের ব্যাপারে বর্তমান মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী ও দায়িত্বশীল কর্মকর্তাদের মোবাইল ফোনে কল করা হলে তারা রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে পুড়ল মাদ্রাসা
পরবর্তী নিবন্ধসংলাপে যাচ্ছে না বিএনপি