বাঁশখালীর সাধনপুরে ইউএনও’র অভিযানে ৪শ ঘনফুট বালু জব্দ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের কুমারী ছড়া হতে অবৈধভাবে বালি উত্তোলনকালে ৪০০ ঘনফুট বালি জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসময় বালি উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে সাধনপুর ইউনিয়নের কুমারী ছড়া হতে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এসময় ঘটনাস্থল হতে আনুমানিক ৪০০ ঘনফুট বালি জব্দ করা হয়।
সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চোধুরী খোকা বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় চি‎হ্িনত লোক সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার কুমারী ছড়া হতে বালি উত্তোলন করছে। এতে ছড়া সংলগ্ন সড়কটিতে ফাটল ধরেছে। এমনকি আমার পরিষদের নির্মিত একটি কালভার্ট ভেঙে স্থানীয় লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।’ উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৪শ ঘনফুট বালি জব্দ করেছি। জড়িতরা পালিয়ে গেছে। তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছোট ছোট পাহাড় ধসে বড় বিপর্যয়ের আশংকা