বাঁশখালীর গণ্ডামারায় র্যাব-৭ এর অভিযানে ১টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১টি চাকু এবং ১টি দা সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আলমগীরের পুত্র মো. লোকমান হাকীমকে(২০) আটক করে।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গণ্ডামারা এলাকায় অবস্থানের খবর পেয়ে রবিবার অভিযান চালিয়ে ১টি থ্রি কোয়ার্টার এলজি, ১ রাউন্ড গুলি, ১টি চাকু এবং ১টি দা সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে দু’টি মামলা করে। সেগুলোর মধ্যে একটি অস্ত্র মামলা, অপরটি সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধাদান, আক্রমণ, হত্যা চেষ্টায় বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।












