বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৬ জন সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ গতকাল অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ টেকনাফ থানার মৌলভী বাজার এলাকার নজির আহাম্মদের পুত্র মোবারক হোছাইনকে(২৫) আটক করে।
এদিকে বাঁশখালী থানা পুলিশ ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জনকে গ্রেফতার করে।
তারা হলো বাঁশখালীর পশ্চিম চাম্বলের মুন্সিখীল এলাকার ভানু হোসনের পুত্র মনির উদ্দীন, চাম্বলের হায়দারী পাড়া এলাকার সামশুল আলমের পুত্র ওবায়দুল্লাহ প্রকাশ এবাদত, গণ্ডামারা বড়ঘোনা এলাকার হাসান উদ্দিনের পুত্র নেজাম উদ্দীন, বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা গ্রামের সমশু মিয়ার পুত্র শাহাব উদ্দিন, শেখেরখীল ইউনিয়নের নুরুল হকের পুত্র ফৌজুল আজিম, শীলকূপের আব্দুল লতিফের পুত্র আতিকুর রহমান।
জানা যায়, তারা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ১ জন এবং সাজাপ্রাপ্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে এবং যারা অপরাধ করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।