বাঁশখালীর মিনজিরিতলা এলাকার বাসিন্দা শহীদ উল্লাহ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খুচরা-পাইকারিভাবে ইয়াবা বেচাকেনা করে আসছিলেন। ইয়াবার চালানগুলো নিজ বসত ঘরে গর্ত করে প্লাস্টিকের ছোট ছোট বস্তায় মজুদ করতেন শহীদ। খবর পেয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানে ৯১ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গত শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. শহীদ উল্লাহ ওই এলাকার মৃত সৈয়দুল ইসলামের ছেলে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবসার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে শহীদ উল্লাহকে আটক করা হয়। এ সময় তার ঘরে মাটির গর্ত থেকে একটি প্লাস্টিকের ছোট বস্তায় সাদা পলিথিনের ওপর স্কচটেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে শহীদ উল্লাহ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।












