বাঁশখালীতে শিক্ষার্থীদের বিভাগীয় কমিশনার

তিন ‘ম’কে না বলতে হবে

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান বলেন, এদেশের মানুষ ৭ মার্চের ভাষণ, জাতীয় সঙ্গীত ও জয় বাংলায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে। আমাদের তিনটি ‘ম’ মাদক, মিথ্যা এবং মুখস্থ বিদ্যাকে না বলতে হবে। শিক্ষার্থীদের কাজ হবেঅস্ত্র ছাড়ি কলম ধরিঅলোকিত সমাজ গড়ি, যত পড়ি বই আলোকিত হই বিষয়টি মনে প্রাণে ধারণ করা। তিনি বলেন, বাল্য বিবাহকে না বলতে হবে, বালিকা হবে ছাত্রীহবে না বিয়ের পাত্রী। তিনি শিক্ষার্থীদের আইফোনে আসক্ত না হয়ে লেখাপড়ায় মনোনিবেশ করার আহ্বান জানান।

বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মো. বদিউল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন। খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. বদরুদ্দিন আহমদ ও বিদ্যালয়ের শিক্ষক নুর নবী আজিজীর সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুস সবুর চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান বক্তা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, যে ছেলেমেয়ে বাবামায়ের সেবা করবে না সে জীবনে বড় হতে পারবে না। আমাদের সময়ে নতুন বই ছিল স্বপ্নের মত ব্যাপার। আর বর্তমানে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার বাঁশখালী পৌরসভা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিশুদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে
পরবর্তী নিবন্ধটানা চতুর্থ হারে রেলিগেশন শঙ্কায় মোহামেডান