ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের আহবায়ক মো. ইব্রাহিম সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
এসোসিয়েশনের সচিব রয়ান জান্নাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন,মো.আলমগীর চৌধুরী, নুরুল হোসেন, মোহাম্মদ ওসমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), মো. রশিদ আহমদ, ছৈয়দ আহমদ, মো. তারেক, নিলুফা ইয়াসমিন, লোকমান বাহাদুর, মুরাদুল আলম চৌধুরী, রাশেদ নুরী, মো. জাকের, মো. মহিউদ্দিন, জাকের আমহদ, শিল্পী দেব, রোকসানা আক্তার, মো. আলমগীর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় ইউপি সদস্যদের ভূমিকা অপরিসীম। তাই তাদের একতাবদ্ধভাবে কর্মকাণ্ড পরিচালনা করলে সাধারণ জনগণ উপকৃত হবে।










