বাঁশখালীতে বেড়িবাঁধ এলাকায় মাটি উত্তোলন

এক্সেভেটর ও ডাম্প ট্রাক জব্দ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রিকালে একটি এক্সেভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, গন্ডামারার পূর্ব বড়ঘোনা এলাকায় জলকদর খাল থেকে একটি চক্র মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। উপজেলা প্রশাসন বিষয়টি নজরে আসলে গতকাল এ অভিযান পরিচালনা করে। তাতে একটি এক্সেভেটর ও একটি ডাম্প ট্রাক জব্দ করা হলেও যারা এ কাজে জড়িত তাদের আটক করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, জলকদর খালের বেড়িবাঁধ সংলগ্ন মাটি অ্যাক্সকেভেটর দিয়ে কর্তন করে ড্রাম ট্রাকের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। যার ফলে বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেছে। জড়িতদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলী খেলা হবে
পরবর্তী নিবন্ধবালু উত্তোলনে হুমকির মুখে পার্কের সীমানা দেয়াল