বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৫০ পূর্বাহ্ণ

‘দুর্যোগে আগাম সতর্কবার্তা-সবার জন্য কার্যব্যবস্থা’এই প্রতিপাদ্যে বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা মিনজিরিতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আবু তাহের, ইউপি সদস্য রশিদ আহমদ, খলিলুর রশিদ, আনছার উল্লাহ, শহীদুল ইসলাম সিকদার,আবদুল কাদের,রবিউল আলম প্রমুখ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলী লিপটম ওম, ফায়ার সার্ভিস বাঁশখালীর দায়িত্বরত কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে নির্মিত মিনজিরিতলা ইসলামিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে উপজেলা সদরে এক র‌্যালি ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) উপজেলা টিম লিডার মো. ছগীর, কল্যাণ বড়ুয়া, মোহাম্মদ হারুন, মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা