বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে শীতের সকালে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে সাইমা জান্নাত (৭) নামে এক শিশু কন্যাকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মানিক জানান, বুধবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের জসীম উদ্দিনের বড় মেয়ে শিশুকন্যা সাইমা জান্নাত অন্যদের সাথে বাড়ির অদূরে বিলের মধ্যে খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় শিশু সাইমার পরনের কাপড়ে আগুন ধরে যায়। বাচ্চাদের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেও অবস্থার অবনতি হলে বুধবার রাতেই ঢাকায় নেওয়ার জন্য রওনা হয়ে কুমিল্লা পৌঁছালে অবস্থা গুরুতর হলে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে শিশুটিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের জসীম উদ্দিনের বাড়িতে এনে কবর দেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, পুঁইছড়িতে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তিনি নিশ্চিত করেন।