বহদ্দারহাটের ফাটল র‌্যাম্প পরিদর্শনে চসিকের বিশেষজ্ঞ টিম

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ২:৪০ অপরাহ্ণ

নগরের বহদ্দারহাটে সিডিএর তৈরি এমএ মান্নান ফ্লাইওভারের চান্দগাঁওমুখী র‌্যাম্পের ‘ফাটল’ পরিদর্শন করেছেন চসিকের বিশেষজ্ঞ টিম। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে পরিদর্শন টিম ঘটনাস্থলে আসে।

এ টিমে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, চুয়েটের অধ্যাপক ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিন র‌্যাম্পটি পরিদর্শন করেছেন। আশাকরি আগামীকাল রিপোর্ট দেবেন। এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।-বাংলানিউজ

সূত্র জানায়, ওই র‌্যাম্প দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধে ইতিমধ্যে চসিক ব্যারিয়ার গেট স্থাপন করেছে। শিগগির ছোট ছোট যানবাহন চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে একই পরিবারের অগ্নিদগ্ধ ৬ জন
পরবর্তী নিবন্ধসিআইইউ স্কুল অব ল’র জলবায়ু বিষয়ক ওয়েবিনার