বসন্ত বরণ ও পিঠা উৎসব

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। গতকাল সোমবার ক্লাব প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ক্লাব সভাপতি অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, অধ্যাপক ড. রাজিয়া সুলতানা, সাধারণ সম্পাদক ড. মো. সাইফুল ইসলাম, মো. জিলহাজ উদ্দিন, মো. ইয়াসির আরাফাত, বিপ্লব কান্তি বিশ্বাস, অধ্যাপক ড. আয়শা আখতার ও মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
জেনারেল হাসপাতাল : চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বসন্ত বরণ ও পিঠা উৎসব গতকাল সোমবার হাসপাতালের ছাদে উদযাপন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মচারীরা হরেক রকমের পিঠাপুলি তৈরীর মাধ্যমে ঋতুরাজ বসন্ত পালন করেছে। উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস, কনসালট্যান্ট ডা. অজয় দে, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, ডা. রুমি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের জন্য ৫শ ঘর নির্মাণ করবে ফজলুল্লাহ ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভায় খাল নালা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু