বলরে আমায় বল?

ইসরাত সুলতানা | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

শব্দগুলো এলোমেলো, কন্ঠস্বর কাঁপা

কী জানি কী হয়েছে রাখছে কান্না চাপা।

কোন কিছু শুধালে বলে না তো কথা

বেদনার ধ্রুম্রজালে জর্জরিত মাথা।

বলরে আমায় বল? কী হয়েছে তোর?

একটুখানি সারা পেয়ে করলাম তারে জোর।

জীর্ণ শীর্ণ গা’খানি তার দেখতে লাগে মায়া

বুঝলাম দেখে পায়নি কোন ভালোবাসার ছায়া।

মাথাখানা হেলে দিয়ে নুয়ে পড়ল বুকে

চাপা কান্না ফেটে উঠল অত্যধিক শোকে।

ক্ষুধার জ্বালা মহা জ্বালা পারা যায় না লুকাতে

মা গেল তার, বাপ গেল তার এই মহামারীতে।

একূল নাই, ওকূল নাই, নাই কোন নিলয়

সুযোগ বুঝে আপনজনও করল অভিনয়।

একটুখানি আহার পেয়ে খুশিতে ছলছল

বললাম তারে, গুছিয়ে নে সঙ্গে যাবি চল।

কথা শুনে অবাক হয়ে হলো নির্বাক

ভাবছে বুঝি সৃষ্টিকর্তা শুনল তার ডাক।

পূর্ববর্তী নিবন্ধবরিষ ধরা মাঝে
পরবর্তী নিবন্ধকবি