বর্ষা রাগে

জাহানারা মুন্নী | বুধবার , ২৩ জুন, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

প্রভাতে বর্ষা রাগে –
আধো আলো সবুজ পাতার ফাঁকে,
ছন্দ-কাব্য ফোটে, সকালটা গেয়ে ওঠে
বৃষ্টি মাতাল আষাঢ়িয়া গান।

চমকিত বিজুলির রাগিনী
ঝিরিঝিরি বরষার দলছুট হরিণী
আকাশটাও সেজেছে, বৃষ্টি-দুপুর
ঝুপঝুপ নৃত্যে বাজায় নূপুর।

মেঘের ভেলায় ভেসে বিকেল আসে
এলোচুলে দাঁড়িয়ে মুগ্ধ হাসে
সন্ধ্যার মায়াময় আবহ যোগে
সুবাসিত বেলি, সুখ-রাত মাধুরি বর্ষা বরণ।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বিপর্যয়ের দ্বার প্রান্তে শিক্ষা
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে