বর্ণবিহীন

এহসানুল কবির | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

একটা হরফ খুঁজছি নতুন বর্ণমালায়

শিশির যখন পানকৌড়িদের ডানায় ভরে

তোমার সন্ধ্যা আমার রাতেই প্রভাত নামায়

সুখের তোড়ে কাঁদবে বলে এমন করে!

দূরের জাহাজ তিলের সমান মৎসবোঝাই

সাগরবেলায় ঊর্মিমাতাল ঢেউয়ের ভিড়ে

অস্তরাগের রঙ মাখিয়ে আকাশ ধোয়াই

অনিচ্ছাতেও স্রোতের ঘায়ে ফিরবে নীড়ে?

ভোরের আলোয় বর্ণবিহীন হরফ এনো

ডালচুলোডিম পান্তাভাতে শাক মাখাতে

এমনি ভোরে আর জনমে আবার এসো

জীয়নকাঠির মৃত্যুহীনা প্রাণ জাগাতে।

উৎসর্জন: আইরিন জাহান ইমু, তোমাকে।

পূর্ববর্তী নিবন্ধকেম্বিস
পরবর্তী নিবন্ধমন্ত্রী