বরষার রূপ হেরি মানবের মাঝে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুন, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

‘আজ বরষার রূপ হেরি মানবের মাঝে/ চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে।/ হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা,/ ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা,/ কোন্‌ তাড়নায় মেঘের সহিত মেঘে,/ বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে।/ বরষার রূপ হেরি মানবের মাঝে।’ – রবীন্দ্রনাথ ঠাকুর।
আজ পহেলা আষাঢ়। শুরু হয়েছে বর্ষাকাল। একদিন আগেই গতকাল বিকেলে আকাশে কালো মেঘের অপূর্ব ঘনঘটা জানান দিয়েছে বর্ষা এসেছে। এ যেন বর্ষাকে বরণে প্রকৃতির আকুলতা। কারণ বৃষ্টির ফোঁটায় প্রাণহীন প্রকৃতি, শুষ্ক চৌচির বক্ষ, শ্যামলতাহীন রুক্ষ মরুর ধূসরতায় আসবে সজীবতা। প্রাণ সঞ্চার হবে বাঙলার অপরূপ সবুজ শ্যামল প্রকৃতির নিস্তবদ্ধ স্পন্দনে। আষাঢ়, বাংলা সনের তৃতীয় মাস। ষড়ঋতুর দ্বিতীয় ঋতু। ঋতু চক্রে আষাঢ়-শ্রাবণ দুই মাসই বর্ষকাল। আষাঢ় নামটি এসেছে পূর্বাষাঢ়া নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
‘এসো নীপ বনে ছায়াবীথি তলে/ এসো কর স্নান নবধারা জলে।’ বর্ষার বৃষ্টি ভালো লাগার অনন্য উপকরণ। এই ভালো লাগা হৃদয়ে, যার প্রকাশ নেই আছে উপলব্ধি। বৃষ্টির জলের ফোঁটার শিহরণ পুলক দেয় শরীরের প্রতিটি শিরা-উপশিরায়। এই পুলক, এই আনন্দ আবেগী হৃদয়ে তোলে তোলপাড়। তখন ব্যাকুল হৃদয় কবির কণ্ঠে বলে উঠেন, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার/ পরান সখা বন্ধু হে আমার’।
বর্ষা এলেই চোখে পড়ে কদম হাতে নিয়ে উচ্ছ্বাস। বর্ষার সতেজ বাতাসে জুঁই, কামিনি, বেলি, রজনীগন্ধা, দোলনচাঁপা আরো কত ফুলের সুবাস। লেবু পাতার বনেও যেন অন্য আয়োজন। উপচে পড়া পদ্মপুকুর রঙিন হয়ে ফোঁটে বর্ষাকে পাওয়ার জন্য। কেয়ার বনেও কেতকীর মাতামাতি।
অনকেই মনে করেন, বর্ষা যেমন আনন্দের, তেমনি হঠাৎ বিষাদে ভরিয়ে তোলে জনপদ। তবুও বর্ষা বাঙালি জীবনে নতুনের আবাহন। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলীর আস্তরণে আনে জীবনেরই বারতা। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাঙলা মায়ের নবজন্ম এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য-শস্য-বীজের উন্মেষতো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকে।
বর্ষা নিয়ে বাঙালির আগ্রহ সবসময় লক্ষ্যণীয়। আষাঢ় মাসের এক তারিখ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বর্ষা বরণ অনুষ্ঠান। নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে বাঙালির তরুণ সমাজ। বর্ষা বরণের এই উৎসব বাঙালি সংস্কৃতিতে যোগ করেছে নতুন মাত্রা। বর্ষা বিষয়ক নাচ-গান, কবিতা, নাটিকা সব মিলিয়ে বর্ষাকে কেন্দ্র করে তারুণ্যেও উদ্দীপনা দেখার মতো। বিভিন্ন সাহিত্য সংগঠনগুলো বর্ষার বিভিন্ন সময়ে আয়োজন করে বর্ষা বিষয়ক আড্ডা।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতু জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধদেউলিয়া আদালতে মামলা মাত্র ১৪