বরকল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার চন্দনাইশের বরকল এসজেড উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী জসিমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা ফেরদৌসুল আলম খান, আ.লীগ নেতা বলরাম চক্রবর্ত্তী, মাহাবুবুর রহমান চৌধুরী, আবদুর রহিম চৌধুরী, আবু হেনা ফারুকী, জাবেদ মো. গাউছ মিল্টন, সাইফুর রহমান, শহিদুল ইসলাম কাজেমী, ফরিদুল আলম চৌধুরী, গাজী সালাহ উদ্দীন, কৃষ্ণ চক্রবর্ত্তী, মাও. ফেরদৌসুল আলম আলকাদেরী, সিরাজুল কাফি চৌধুরী, হোসেন সাইমন, হৃদয় প্রমুখ। এর আগে বরমা হরি মন্দির পুননির্মাণ কাজের উদ্বোধন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া অনলাইন শিক্ষা মেলা ২৯ মে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮২ জন