বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ

রাউজান প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাউজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে বিলে মাছ ধরতে গিয়ে ডা. মো. ইয়াকুব (৬০) নামে অবসরপ্রাপ্ত এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিকেলে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছিটিয়াপাড়ার নিজ বাড়ির পেছনের বিলে তিনি সটকি জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ চিকিৎসক ছিটিয়াপাড়ার মৃত আবদুল গণির পুত্র।

জানা যায়, ঘটনার পর থেকে স্থানীয় লোকজন রাতভর বিলে ও পাশের বেরুলিয়া খালে সন্ধান চালায়। গতকাল মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের লোকজনও সম্ভাব্য খালে-বিলে তল্লাশি চালায়।

রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল গতকাল খালের বিভিন্নস্থানে সন্ধান করেও উদ্ধারে ব্যর্থ হয়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সঙ্গে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে রেস্টুরেন্ট
পরবর্তী নিবন্ধআরো এক হেলপার গ্রেপ্তার