বন্যার্ত ১০০০ পরিবারের পাশে দাঁড়াবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

| বুধবার , ২২ জুন, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

বন্যার কারণে পানি বন্দী হয়ে খাদ্য সংকটে থাকা পরিবার সমূহের পাশে দাঁড়াবে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ও সিটি ইউনিটের উদ্যাগে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে যাবে যুব স্বেচ্ছাসেবকরা।

সোসাইটির ট্রেজারার ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম এবং সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের নির্দেশনায় সিলেটের বন্যার্ত মানুষকে সহযোগিতা প্রদান করা হবে।

এ ব্যাপারে যুব রেড ক্রিসেন্ট ও সোসাইটির যুব কমিশনের চেয়ার গাজী মো. ইফতেকার হোসেন ইমু জানান, মানুষের সেবায় আমরা সব সময় প্রস্তুত। স্বেচ্ছায় সহযোগিতার লক্ষ্যে মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পতঙ্গখেকো উদ্ভিদ
পরবর্তী নিবন্ধসিআইইউতে অভিবাসীদের সমস্যা-সুবিধা বিষয়ক অনুষ্ঠান