বন্যার্তদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

‘নদীর এপার ভাঙে-ওপার গড়ে এইতো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই- ফকির সন্ধ্যাবেলা’। সকাল বেলা সোনালী রোদ, নির্মল বাতাস সব কিছুই স্বাভাবিক ভাবেই চলে প্রতিনিয়ত। কিন্তু; এমন স্বাভাবিক নিয়ম অস্বাভাবিক হতে কয়েক সেকেণ্ড সময় লাগে মাত্র। সিলেট বিভাগের মোট জনসংখ্যা ৯৮,০৭,০০০। কিন্তু বন্যার কারণে সিলেট এবং সুনামগঞ্জের প্রায় (৩০ লাখ) মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এক্ষেত্রে অনেকেই সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এমন বিপদের মুহূর্তে এসব মানুষদের পাশে দাঁড়াতে হবে, সকল ধর্ম, বর্ণ, সকল ধরনের রাজনৈতিক নেতা, মানবিক সংগঠন, বিত্তবান সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ শ্রম দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ যানবাহন দিয়ে, কেউ বুদ্ধি-পরামর্শ দিয়ে, যেভাবেই হোক বন্যার্তদের পাশে আমাদের দাঁড়াতে হবে।

কারণ, তাঁরা আমাদের দেশের নাগরিক, আমাদের অনেকের মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন রয়েছে। মানুষ মানুষের জন্য, মানবতা আছে বলেই পৃথিবীটা অনেক সুন্দর। কোনো মানুষ বিপদে পড়লে সাহায্য করা সবার নৈতিক দায়িত্ব। আমরা সবাই যেন, বিপদে পড়া লোকজনদের সাহায্যে এগিয়ে এসে মানবতার পরিচয় দিতে পারি, এমনটাই আশাবাদী।

মো. আব্দুল করিম গাজী
শিক্ষার্থী
ফেনী সরকারি কলেজ, ফেনী।

পূর্ববর্তী নিবন্ধরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধস্বর্গেও ভালো থেকো মা