বন্ধ হোক শিশুশ্রম

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

বেড়েই চলেছে শিশুশ্রম। এতিম, অসহায়, গৃহহীন, দুস্থ, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুরা অর্থনৈতিক সংকটের কারণে ঝুকিপূর্ণ কাজে ব্যবহৃত হয়। ঝুকিপূর্ণ পেশায় তাদের নিয়োগের অন্যতম কারণ হচ্ছে-তাদের দিনরাত খাটানো যায়। এতে শিক্ষাবঞ্চিত হওয়া ছাড়াও পঙ্গুত্ববরণসহ অকালে মৃত্যুর মুখেও পতিত হয় অনেক শিশু। আইন থাকলেও তার সঠিক প্রয়োগ এবং সচেতনতার অভাবে ঝুকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার রোধ করা যাচ্ছে না। শিশুদের শ্রমিক হয়ে ওঠার একটা বড় কারণ হলো সৎমায়ের উৎপাত। শিশুশ্রম শিশুর জীবনের এক অমানবিক অধ্যায়। শিশুশ্রম বন্ধ করতে হলে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে; সব শ্রেণীর শিশুর শিক্ষা নিশ্চিত করতে হবে। শিশুশ্রমে উৎসাহ প্রদানকারীদের আইনের আওতায় এনে কঠোর সাজা নিশ্চিত করতে হবে।

আল-আমিন আহমেদ
শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধগ্যাব্রিয়েলা মিস্ত্রাল : লাতিন আমেরিকার আদর্শ