বন্দর আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযান, ৩ একর জায়গা উদ্ধার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ৩:২৭ অপরাহ্ণ

নগরের বন্দর উত্তর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩০০ অবৈধ দোকানপাট, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও আনসারের সহায়তায় পরিচালিত অভিযানে ২০ জন শ্রমিকসহ ২টি পে লোডার ব্যবহার করা হয়।-বাংলানিউজ

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বন্দর চ্যানেল জাহাজ চলাচলে নৌযান কর্তৃক প্রতিবন্ধকতা অপসারণ, কেপিআই এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দরের নিজস্ব জায়গা দখল, অবৈধ স্থাপনা, দোকানপাট গড়ে তোলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আজ উত্তর আবাসিক এলাকার ৩ একর জায়গা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর সোনাদিয়া ও মোদিরছড়া চর থেকে ২ ভাসমান লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআমিরাত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক