বন্দরে ২ হাজার ৭৬৪ কোটি ৬৮ লাখ টাকার অডিট আপত্তি

১,৯৫৯টি শূন্যপদের মধ্যে ৩৫৬টিতে নিয়োগের প্রক্রিয়া

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৬:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে ২ হাজার ৭৬৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকার অডিট আপত্তি পাওয়া গেছে। গতকাল নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে উক্ত অডিট আপত্তির কথা জানানো হয়। বৈঠকে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা উপস্থিত ছিলেন। বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) ও চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর বিষয়ে সর্বমোট দুই হাজার ১৬৫টির অধিক অডিট আপত্তি হয়েছে। এসব আপত্তিতে চার হাজার ৯৩২ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকার সংশ্লিষ্টতা রয়েছে। আপত্তি আসা অডিটসমূহের মধ্যে ২০০৮টি নিষ্পত্তি হয়েছে। এতে অর্থের পরিমাণ ছিল দুই হাজার ১৭১ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকা। বাকি অনিষ্পন্ন ১৫৭ অডিট আপত্তি সংশ্লিষ্ট অর্থ দুই হাজার ৭৬৩ কোটি ৬৭ লাখ টাকা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বৈঠকে বন্দরের শূণ্য পদ নিয়ে আলোচনাকালে জানানো হয়, বন্দরে বর্তমানে শূন্য পদের সংখ্যা এক হাজার ৯৫৯টি। সেখানে মোট আট হাজার ৭৪২ টি পদের বিপরীতে ৬ হাজার ৭৮৩ জন কর্মরত রয়েছেন। এসব শূন্য পদের মধ্যে ৩৫৬টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। অডিট আপত্তির বিস্তারিত বিবরণ আগামী সভায় উপস্থাপন এবং শূন্যপদে জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম গ্রহণের জন্যও সংসদীয় কমিটি সুপারিশ করে।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছরের মধ্যেই চালু হবে দোহাজারী-কক্সবাজার রেললাইন
পরবর্তী নিবন্ধমশা থেকে মুক্তি মিলবে?