বন্দরের চার্জ ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণের অনুরোধ

বন্দর চেয়ারম্যানকে মেট্রোপলিটন চেম্বার সভাপতির চিঠি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ আগস্ট, ২০২৩ at ৪:৪১ পূর্বাহ্ণ

বন্দরের চার্জ ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণের অনুরোধ জানিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে চিঠি লিখেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। গতকাল পাঠানো সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশে যতবার ডলারের মূলবৃদ্ধি পাচ্ছে, ততবার ডলারের আনুপাতিক হারে বন্দর চার্জও বৃদ্ধি পাচ্ছে।

করোনা প্রকোপ বৃদ্ধি ও রাশিয়াইউক্রেন যুদ্ধের কারণে ডলারের মূল্য ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। যার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের আমদানি খরচের ওপর। ফলে আমদানি খরচ বৃদ্ধিতে দেশের খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় প্রতিবেশি দেশগুলোর মতো স্থানীয় বন্দর ব্যবহকারীদের জন্য বন্দরের চার্জ ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় এবং বিগত বন্দর চার্জ বাড়ার দিনে ডলারের যে মূল্য হার ছিল, সেই দিনের ডলার বিনিময় হারে বন্দর চার্জ নির্ধারণ করার জন্য আমরা অনুরোধ করছি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে থাকা তিন ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা
পরবর্তী নিবন্ধদুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন যিনি