চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের একমাত্র খেলায় উদয়ন সংঘ ৩–০ গোলে অফিস দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। এ জয়ে ৬ খেলা শেষে উদয়ন সংঘ ১০ পয়েন্ট পেয়েছে। তারা ৩ খেলায় জয়, ২ খেলায় পরাজয় এবং ১ খেলায় ড্র করেছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর ৬ খেলা শেষে ৫ পয়েন্ট পেয়েছে। তারা ১টি খেলায় জয়,২টি খেলায় ড্র এবং ৩টি খেলায় পরাজিত হয়েছে।
গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১–০ গোলে এগিয়ে ছিল। এ অর্ধের ইনজুরি টাইমে উদয়নের দিদারুল ইসলাম সৈনিক জটলা থেকে বল জালে জড়িয়ে দিলে তারা এগিয়ে যায়। এরআগে সুযোগ নষ্ট করেছিলেন উদয়নের জুবায়ের আহমেদ। খেলার ১০ মিনিটের সময় কর্নার থেকে পাওয়া বলে তার হেড বারের বাইরে দিয়ে চলে যায়। এরপর বন্দরও সুযোগ লাভ করে। কিন্তু দু’দফায় তা নষ্ট করেন দলের হাবিবুল্লাহ। তিনি একবার ওপেন নেট মিস করেন। পরে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে দিতে গিয়ে ব্যর্থ হন। বল উদয়ন কিপারের হাতে যায়। দ্বিতীয়ার্ধে মাদারবাড়ি উদয়ন সংঘ সুযোগের সদ্ব্যবহার করে গোল করতে পারলেও বন্দর গোল করার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেয়। অনেকগুলো আক্রমণ পরিচালনা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ব্যর্থ হয় তারা। অথচ দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল পেয়ে যায় উদয়ন সংঘ। ৪৯ মিনিটে জমির উদ্দিন থেকে বক্সের ভেতর বল পান জুবায়ের আহমেদ। এবার তিনি ভুল করেননি। তার হেড কিপারের মাথার উপর দিয়ে জালে ঢুকে যায় (২–০)। এরপর বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি খেলায় ফিরে আসার জন্য অনেকগুলো আক্রমণ করে। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের জন্য গোল পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। উপরন্তু খেলার ৪৪ মিনিটে আবারো গোল হজম করতে হয় তাদের। বদলি হিসেবে খেলতে নামা উদয়নের আফরোজ আলী তার দলের পক্ষে তৃতীয় গোলটি করলে বন্দর আরো পিছিয়ে পড়ে। এ সময় মাঝমাঠ থেকে বল পেয়ে আফরোজ একক প্রচেষ্টায় এগিয়ে যান। বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি (৩–০)। বন্দর এ সময় বেশ চেপে খেলে। একের পর এক আক্রমণেও উঠে। কিন্তু উদয়নের রক্ষণভাগকে ফাঁকি দিতে পারেনি। ইনজুরি টাইমে বন্দর আরো একটি গোল খাওয়া থেকে রক্ষা পায়। উদয়নের নাফিস ইকবাল আঙ্গুরের ঠেলে দেয়া বল পেয়ে আফরোজ আলী প্রায়ই ওপেন নেট মিস করেন। আর তাতে করে ৪র্থ গোল থেকে বঞ্চিত হয় উদয়ন,বেঁচে যায় বন্দর। তবে ঠিকই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় এই অফিস দলটিকে।
গতকালের খেলায় ম্যান সেরা নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের দিদারুল ইসলাম সৈনিক। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল আলম বাপ্পী।
আজকের খেলা : ব্রাদার্স ইউনিয়ন বনাম কোয়ালিটি স্পোর্টস ক্লাব (বিকাল–৩টা)।