বঙ্গোপসাগরে নিখোঁজ ১২ নাবিক পরিবারকে ২৪ লাখ টাকা অনুদান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

বঙ্গোসাগরে নিখোঁজ ১২ জন নাবিকের পরিবারকে ২৪ লাখ টাকা অনুদান দিয়েছে ডুবে যাওয়া এফভি জানজাবিল জাহাজটির মালিকপক্ষ। গত সোমবার আগ্রাবাদ নৌ বাণিজ্য দপ্তরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নৌ বাণিজ্য দপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. জালাল উদ্দিন গাজী, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মো. রফিকুল আলম।
এ সময় জাহাজ মালিকের পক্ষে মো. সৈয়দ আহমেদ, মো. আলী, মেরিন হোয়াইট ফিশিং ট্রলার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজু, ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলার এফভি জানজাবিল ডুবে যায়। ট্রলারে থাকা ২৬ জন নাবিকের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও ১২ জন নিখোঁজ হন। এর মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও অন্যদের খোঁজ মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধসূর্যমুখী ফুল থেকে তৈরি হবে তেল বাঘাইছড়িতে কৃষি বিভাগের প্রকল্প
পরবর্তী নিবন্ধজাতির পিতা বঙ্গবন্ধু