বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি সবচেয়ে বড় জঘন্য অপরাধ

শোক দিবসের আলোচনা সভায় আ.জ.ম নাছির

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে মানব সভ্যতার ইতিহসে সবচেয়ে জঘন্য বড় অপরাধটি করেছেন। এই অপরাধের কোন ক্ষমা হতে পারে না এবং তাকে এজন্য অবশ্যই মরণোত্তর শাস্তি পেতে হবে। তিনি গতকাল শুক্রবার ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর নুরুল আমিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফুল হক খুশির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা দিদারুল আলম চৌধুরী। এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সাবের আহমদ, শওকত আলী, আমিনুল হক সওদাগর, আলমগীর আলম প্রমুখ।
কোতোয়ালী থানা ছাত্রলীগ : জাতীয় শোক দিবস উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু তৈয়ব মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই, তাজউদ্দীন রিজভী, ইয়াসির আরাফাত। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মিথুন মল্লিক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন ওয়াহেদ রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিউল আজম জনি, তামজিদ কামরান, আদিত্য দাশ জয়, কামাল হোসেন, ইরফান দোভাষ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১৯ দিন ব্যাপী চুনতি সীরত মাহফিলের প্রস্তুতিসভা
পরবর্তী নিবন্ধমৌলভী সৈয়দ মুক্তিযুদ্ধের ইতিহাসে অমলিন এক অধ্যায়