বঙ্গবন্ধু সেতুতে একদিনে ৩ কোটি ২৫ লাখ টাকা টোল আদায়

| বুধবার , ২৮ জুন, ২০২৩ at ৭:৩৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সেতুতে গতকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত গত একদিনে তিনকোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে। এসময় সেতু পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।

তিনি জানান, সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এককোটি ৬৬ লাখ ৯৪ হাজার নয়শ’ টাকা। অন্যদিকে, সেতুর পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এককোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধচাঁপাইয়ে শিল্পকলা একাডেমিতে নাটক চলাকালে ১৮ শিল্পী অসুস্থ
পরবর্তী নিবন্ধনিউইয়র্ক সিটিতে প্রবেশে এবার দিতে হবে টোল