বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন

আলোচনা সভায় ড. অনুপম সেন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে মার্চ মাসে, আর তিনি স্বাধীনতার ঘোষণা দেন মার্চ মাসে। তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের ইতিহাসঐতিহ্যে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম। তাঁর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধু দেশের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। গতকাল বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসঐতিহ্যে বঙ্গবন্ধুর ভূমিকা অপরিসীম। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলার সঠিক ইতিহাস কল্পনাও করা যায় না। আমাদের অগ্রগতি ও সংগ্রাম তিনিই প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর অবদানকে যারা অস্বীকার করে ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না। সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, চেমন আরা তৈয়ব, শাহাজাদা মহিউদ্দিন, এডভোকেট মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এডভোকেট জহির উদ্দিন, আবু জাফর, এডভোকেট আবদুর রশিদ, খোরশেদ আলম, এডভোকেট মুজিবুল হক, নুরুল আবছার চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, ডা. তিমির বরণ চৌধুরী, এডভোকেট কামরুন নাহার, বিজয় কুমার বড়ুয়া, দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ, চেয়ারম্যান নাসির আহমদ, বিজন চক্রবর্ত্তী, আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান শিবলী, সেলিম নবী, হায়দার আলী রনি, আনোয়ারা উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, এম এ মালেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়েছেন শেখ হাসিনা নিচ্ছেন এগিয়ে
পরবর্তী নিবন্ধআলোকিত সমাজ গঠনে সুশিক্ষার বিকল্প নেই