বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রার্থী ও প্যানেল পরিচিতি সভা

| রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্র মনোনীত প্রার্থী ও প্যানেল পরিচিতি সভা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৩২০২৪ মেয়াদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের প্যানেল বাংলাদেশ (আইইবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমেদের সঞ্চালনায় প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিপিপি চট্টগ্রাম ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের ভবিষ্যত কর্মকাণ্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বাংলাদেশ যেভাবে পিছিয়ে গিয়েছিল তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি আজ উঁচু স্থানে আসীন করেছেন। দেশের অবকাঠামোগত উন্নবান করার জন্য। প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্যানেলকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপিপি, চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী এনামুল বাকী, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী এম. . রশীদ, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম মিলন, চুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজ মিশির সেলিম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী রাজীব বড়ুয়া, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী খুরশেদ উদ্দিন আহমেদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী মাকসুদ আলম, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রকৌশলী তোফাজ্জল হোসেন, প্রকৌশলী অনুপম দত্ত, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধজানুয়ারিতেও রেমিটেন্সে গতি একদিনে এল ৭ কোটি ডলার