বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ২৯ ডিসেম্বর

কেএসআরএমের পৃষ্ঠপোষকতা

নিজস্ব প্রতিবেদক | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকার চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানায় আয়োজক কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৬৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেবেন এবং বিজয়ীরা ২০২২ সালের অক্টোবরে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য ৪৬তম ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন ২০২২ এ অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। এ সময় প্রতিযোগিতার লোগো উন্মোচন করা হয়। এতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্মসচিব ও সদস্য (নিবন্ধন ও সনদায়ন), মো. নূরুল আমিন, যুগ্মসচিব ও সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. জিয়াউদ্দিন এবং কেএসআরএমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের জিএম কর্নেল (অব.) মো. আশফাক উল ইসলাম। বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযোগিতার সহযোগী আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক (পাওয়ার্ড বাই) কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়ন আজ বিশ্বব্যাপী দৃশ্যমান
পরবর্তী নিবন্ধআন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা