বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ইতিহাসের রাজসাক্ষী

চকরিয়ায় ভূমিমন্ত্রী

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চকরিয়ায় স্থাপিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সের চতুর্থ তলায় এই কর্নার স্থাপন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম। গতকাল শুক্রবার দুপুরে ভূমিমন্ত্রী আকস্মিক পরিদর্শন করতে আসেন এই কর্নার।
এসময় তিনি বলেন, মুজিববর্ষে চকরিয়ায় স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ ইতিহাসের রাজসাক্ষী। এই কর্নারের মাধ্যমে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র সৃষ্টির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধারাবাহিক সংগ্রামের সকল চিত্র দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একইসাথে বর্তমান সরকারের সাফল্যগুলো তুলে ধরা হয়েছে। এটি আগামী দিনের প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে উৎসাহিত করবে। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী, এমপিপুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, পৌর আওয়ামী লীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, হাসানুল ইসলাম আদর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রায় ৯৮ শতাংশের উপস্থিতি চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধরমজানের আগে চড়া সবজি ও মাছ-মাংসের বাজার