প্রায় ৯৮ শতাংশের উপস্থিতি চট্টগ্রামে

এমবিবিএস ভর্তি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

গতকাল শুক্রবার (১ এপ্রিল) দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয় সকাল দশটায়। এবারের ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৮৯১ জন (প্রায় ১৪ হাজার)। এর মাঝে ১৩ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী গতকালের পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি ৩০৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। হিসেবে মোট পরীক্ষার্থীর প্রায় ৯৮ শতাংশের উপস্থিতি ছিল। এ সব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার আজাদীকে বলেন, শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি। সাতটি ভেন্যুর ১৪৫টি হলে এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
চমেক প্রশাসন সূত্রে জানা গেছে, চমেক কেন্দ্রের অধীনে এবার চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম সরকারি কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ, বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি) স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, ওমর গণি এমইএস কলেজ ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা তদারকিতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের নেতৃত্বে ৮ সদস্যের পরিদর্শন টিম গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ও ৭ সদস্যের আরো একটি টিম গঠন করে। এ সব পরিদর্শন টিমের সদস্যরা পরীক্ষা ভেন্যুগুলোতে তদারকিতে ছিলেন। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃক্সখলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে আট শতাধিক শিক্ষক হলে দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে ১১ শতাধিক শিক্ষক এ ভর্তি পরীক্ষায় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন বলেও জানান চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা আজ থেকে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার ইতিহাসের রাজসাক্ষী