বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

স্যার আশুতোষ সরকারি কলেজ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত রোববার দুপুরে কলেজ কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম পক্ষের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এ দিন ক্যাম্পাসে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বক্তৃতা দেয়া না দেয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষ ইট, রড, লাঠি, কিরিচ নিয়ে একে পক্ষ অপর পক্ষের উপর চড়াও হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ। তাদের মধ্যে গুরুতর আহত হৃদয় ও শুভকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আলম বলেন, মহান স্বাধীনতা দিবসে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কিছু ছাত্র গন্ডগোল করতে চেষ্টা করছিল। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেয়। পরে তারা মারামারিতে জড়ায়।

কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, কলেজের অনুষ্ঠানে আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমানের অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের নিষেধ করি। এর জেরে বহিরাগতদের এনে হামলা চালায় তারা। এ সময় ঘটনাস্থলে নোমানও উপস্থিত ছিলেন।

তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, আমরা নই, তারাই প্রোগ্রাম বানচাল করতে বহিরাগত এনে হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো পযর্ন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহুইপ সামশুলের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস বৃহস্পতিবার থেকে