বকেয়া ৯ লাখ ৯৬ হাজার টাকা আদায় করল চসিক

হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুন, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

নগরের আলকরণ ও পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় লাখ ৯৬ হাজার ৭৩০ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে জানান, অভিযানে তিনটি হোল্ডিং থেকে পেঅর্ডার ও চেক মারফত আট লাখ ৯৩ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়। রেয়াজউদ্দিন বাজার এলাকায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৪০ হাজার ৯৮০ টাকা, আয়কর বাবদ ৪৫ হাজার ও ভ্যাট বাবদ ২ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়। এ সময় ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমে মাসে ৪১৪ নারী ও শিশু নির্যাতন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে : চীনা ইংরেজি দৈনিক