কর্ণফুলীতে বিয়ের নয় মাসের মাথায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সুশোভন দাস (৩০) নামে এক যুবক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মরিয়ম আশ্রম গ্রামের খ্রিস্টান পাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সুশোভন দাস ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর শান্তিনগর এলাকার মৃত সজীব কুমার দাসের ছেলে।
জানা গেছে, সুশোভন দাস মাত্র নয় মাস আগে শুক্লা জয়ধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কেইপিজেড এলাকায় দিনমজুরির কাজ করতেন। ঘটনার সময় স্ত্রী শুক্লা বাপের বাড়িতে ছিলেন বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সুশোভন। এলাকার লোকজন রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।