জাতির, সংস্কৃতির ও
ধর্মের আদি পরিচয়,
বই পড়ে করি আমরা জ্ঞান সঞ্চয়।
মানুষের মেধা ও
মননশীলতার বিকাশে,
পড়তে হবে বই, আপন অভিলাষে।
ভাষাশৈলীর দক্ষতা ও
বানান নির্ভুলতা যদি বাড়াতে চাই,
বইপত্র পড়া, ছাড়া কোন বিকল্প পথ নেই।
জ্ঞানের আলো জাগবে মনে,
বই যদি পড়ি
আমরা ক্ষণে ক্ষণে।
মানবিকতা ও নৈতিকতা
যদি জাগ্রত করতে চাও,
বই পড়ায় মন দাও।
যুক্তিনির্ভর কথা বলার স্বভাব,
বই পড়লে আসবে
মুখে, সেই ভঙ্গির প্রভাব।
অলসতা নয়, মনমরা ও নয়,
মানুষের অবসর সময়,
হোক, বই পড়ার ব্যয়।